বাংলা৭১নিউজ,(নওগাঁ)প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষায় নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় মোট ১৬ জন আক্রান্ত রোগী পাওয়া গেছে।
এর মধ্যে সাপাহারে ১০ জন, পোরশায় একজন ও নিয়ামতপুরে রয়েছেন আটজন।
নওগাঁ সিভিল সার্জন কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, প্রথম ধাপে গত ২৪ ও ২৫ এপ্রিল এসব উপজেলা হতে প্রথম বিভিন্ন জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে ওই তিন উপজেলায় মোট চারজন ব্যক্তির শরীর করোনা পজিটিভ আসে।
পরবর্তীতে দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন স্থান থেকে এসব উপজেলায় আসা ব্যক্তিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আবারো ল্যাবে পাঠানো হলে মঙ্গলবার রাতে সাপাহার উপজেলায় সাতজন, নিয়ামতপুর উপজেলায় আটজন ও পোরশা উপজেলায় কোন পজেটিভ রিপোর্ট না আসায় পূর্বের একজনই রয়ে যায়। বর্তমানে সাপাহার, পোরশা ও নিয়ামতপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
বাংলা৭১নিউজ/এফএস