সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের বিকল্প নেই ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেফতার প্রাণী রক্ষায় আরও মানবিক হতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা রূপালী ব্যাংকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৪তম সভা অনুষ্ঠিত সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন রেললাইনে উঠে গেছে তিস্তার পানি, দুর্ভোগ চরমে: লালমনিরহাট ধর্ষণ মামলায় আসামি হলেন সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ টি-টোয়েন্টিতে নতুন মুখ ২টি, ফিরলেন মিরাজ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত সমবায় ব্যাংকের লকার থেকে ১২ হাজার ভরি সোনা গায়েব গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৮ নেতানিয়াহুর ওপর হামলা, ইসরাইলজুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা ৪০ লাখ শ্রমিক পাবে টিসিবির পণ্য, ১ অক্টোবর থেকে বিতরণ তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মত ভেসে যায়: জিএম কাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আমরা আগস্ট বিপ্লবের প্রতিফলন দেখতে চাই: মেজর হাফিজ

ধোনির চেন্নাইকে হারিয়ে শুভ সূচনা চ্যাম্পিয়ন গুজরাটের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৪ বার পড়া হয়েছে

আইপিএলে নাম লিখিয়েই বাজিমাত করেছিলো হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। প্রথম আসরেই পরেছিলো শ্রেষ্ঠত্বের মুকুট। সে ধারাবাহিকতা নিজেদের দ্বিতীয় আসরেও ধরে রাখার ইঙ্গিত দিলো গত আসরের চ্যাম্পিয়নরা। মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে চেন্নাই সুপার কিংস।

গত আসরেও ধোনির চেন্নাইকে দু’বার হারিয়েছিলো, এবারও সেই চেন্নাইয়ের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছে হার্দিক পান্ডিয়ার দল। ব্যাটার ঋুতুরাজ গায়কোয়াড়ের বিধ্বংসী ব্যাটিংও কোনো কাজে আসলো না চেন্নাইয়ের। চার বল হাতে রেখেই চেন্নাইয়ের করা ১৭৮ রানের বিশাল স্কোর তাড়া করে ফেলে গুজরাট।

টস জয় যেন ম্যাচ জয়ের অর্ধেক কাজ সহজ করে দেয়। এ কারণে টস ভাগ্য বিশাল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আইপিএলসহ টি-টোয়েন্টি ক্রিকেটে। এবারের উদ্বোধনী ম্যাচেও টস জিতলেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টস জিতেই তিনি ব্যাট করতে পাঠান ধোনির চেন্নাইকে।

IPL

ঋুতুরাজ গায়কোয়াড়ের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের বড়সড় পুঁজি গড়ে তোলে চেন্নাই। জবাব দিতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান। শেষ ওভারে গুজরাটের প্রয়োজন ছিল ৮ রানের। প্রথম বলই ওয়াইড। এরপরের বলে তুষার ডেসপান্ডেকে ছক্কা মেরে দেন রাহুল তেওয়াতিয়া। পরের ৫ বলে প্রয়োজন ছিল ১ রান। কিন্তু দ্বিতীয় বলে বাউন্ডারি মেরেই জয় উদযাপন করে গুজরাট।

অনেক পরিবর্তন নিয়ে শুরু হয়েছে এবারের আইপিএল। দুই দলই ব্যবহার করেছে ইম্প্যাক্ট প্লেয়ার। দেখা গেছে ওয়াইডের রিভিউ নিতেও। ম্যাচের প্রথমভাগে সব আলো কেড়ে নেন ঋতুরাজ। টস হেরে ব্যাট করতে নামা দলকে এই ওপেনারই চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। যদিও তাকে অপরপাশ থেকে ভালো সঙ্গ কেউ দিতে পারেননি।

ঋতুরাজের ৫০ বলে খেলা ৯২ রানের ইনিংসের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে মঈন আলির ব্যাট থেকে। অধিনায়ক ধোনি ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। তবুও ১৭৮ রানের ইনিংস গড়ে তারা। ঋুতুরাজের ইনিংসটি ৪টি বাউন্ডারি এবং ৯টি ছক্কায় সাজানো ছিল।

রশিদ খান ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। মোহাম্মদ শামি, অ্যালজারি জোসেফও নেন ২টি করে উইকেট। জবাব দিতে নেমে গুজরাটের জয়ে মোটামুটি অবদান রাখেন সবাই। অধিনায়ক পান্ডিয়া শুধু দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

আম্বাতি রাইডুর জায়গায় তুষার দেশপান্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলায় চেন্নাই। এই পেসারের উপর দিযেই যায় সবচেয়ে বড় ঝড়। ৩ ওভার ২ বল করে ৫১ রান দিয়ে তিনি নেন ১ উইকেট। হজম করেন চারটি করে ছক্কা ও চার।

IPL

১৬ বলে দুটি করে ছক্কা ও চারে ২৫ রানের ইনিংস খেলে গুজরাটকে উড়ন্ত সূচনা এনে দেন ঋদ্ধিমান সাহা। ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়া কেন উইলিয়ামসন ব্যাট করেননি। তার জায়গায় তিনে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন সাই সুদর্শন। তিন চারে তিনি করেন ২২ রান।

তবে, গুজরাটের জয়ে বড় অবদান রাখেন শুভমান গিল। ৩৬ বলে ৩ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। শেষ ৫ ওভারে গুজরাটের প্রয়োজন ছিল ৪১ রান, হাতে ছিল ৬ উইকেট। দুটি আঁটসাঁট ওভারে কঠিন হতে বসেছিল সমীকরণ। তবে রশিদ (৩ বলে ১০) ও রাহুল তেওয়াতিয়া (১৪ বলে ১৫) দলকে অনায়াসেই জয় উপহার দেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com