ভারতীয় সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির স্ত্রীর জন্মদিন উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত হন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা এবং তার স্বামী পাক ক্রিকেটার শোয়েব মালিক।
ধোনির স্ত্রী সাক্ষী ধোনির ৩২-এ পা দেওয়া উপলক্ষে অনেক দিন পর এভাবে প্রকাশ্যে ধোনিকে কোনও অনুষ্ঠানে দেখে উৎসাহ পেয়েছেন নেটিজেনরাও।
জোড়া কেক কেটে দুবাইয়ে সাক্ষীর জন্মদিন পালন করেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির স্ত্রী সাক্ষী যে ছবি দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে মেয়ে জিভাকে কোলে নিয়ে দাঁড়িয়ে ধোনি।
সানিয়ার সঙ্গেও আলাদা করে ছবি তুলতে দেখা গিয়েছে সাক্ষীকে। সানিয়া মির্জা ও ধোনি দুজন দুই প্রান্তের হলেও তাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক খুবই ভালো।
ধোনির অবসর গ্রহণের পর ধোনিকে টুইট করে তার বর্ণময় কেরিয়ার ও আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন সানিয়া মির্জা। সাক্ষাৎকারে ধোনির প্রশংসা করতে গিয়ে সানিয়া বলেন, আমার মনে হয়, ধোনি যদি চাইত অন্যভাবে অবসর নিতেই পারত। আমার মনে হয়, আমাদেরই ধোনিকে একটি ভালো বিদায়ী ম্যাচ উপহার দেওয়া উচিত। তবে মাহি নিজের ক্রিকেট কেরিয়ারে সেই উচ্চতায় পৌঁছেছে, যেখান থেকে সে যখন ইচ্ছে বলতেই পারে, আমি এবার অবসর নেব। আর এটাই কিন্তু তাকে ‘ক্যাপ্টেন কুল’ বানিয়েছে। আসলে বরাবরই প্রচারবিমুখ থেকেছে ধোনি। দেশ ও দলের কথাই সবার আগে ভাবে মাহি।
বাংলা৭১নিউজ/এএম