বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে সিয়াম বাবু (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) রাতে নিহতের বাড়ির পাশে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
সিয়াম বাবু উপজেলার উলুরচাপড় গ্রামের দুলাল তালুকদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, স্থানীয় ছাতিয়ানি রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির শিক্ষার্থী সিয়াম বাবু। সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে মাঠে পাড়ার ছেলেদের সাথে ফুটবল খেলা শেষে রাস্তায় বসে বিশ্রাম করছিল। তার মাথার উপর দিয়ে পল্লী বিদ্যুৎ সঞ্চালনের তার আড়াআড়ি ভাবে ঝুলানো ছিল। সিয়াম রাস্তায় বসে বিশ্রামকালে বিদ্যুতের তার ছিঁড়ে তার শরীরের ওপর পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত সিয়াম বাবুকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আইনি প্রক্রিয়া শেষে সিয়ামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ