বাংলা৭ নিউজ,ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ধামরাই থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পৌর শহরের বরাতনগর আবাসিক এলাকায় বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেনের মেয়ের বাসায় রোববার সকাল ১০টার দিকে চুরি হয়েছে। চোরেরা আলমারী ভেঙ্গে ১০ভরি রুপা সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল সেট লুট করে নিয়ে গেছে।
জানা গেছে, ধামরাই পৌর শহরের বরাতনগর আবাসিক এলাকায় খোরশেদ আলমের বাসার ভাড়াটিয়া মুক্তিযোদ্ধা শওকত হোসেনের মেয়ে ধামরাই উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার সাজু ও গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও গোলাম কিবরিয়া প্রতিদিনে ন্যায় সকালে বাসায় তালা দিয়ে কর্মস্থলে যায়।
এরমধ্যে সকাল ১০টার দিকে চোরেরা রুমের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমারীতে থাকা স্বর্ণ ও রুপার অলংকারসহ দামী ২টি মোবাইল সেট নিয়ে যায়। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপূর্বেও ওই মুক্তিযোদ্ধার ও মেয়ের বাসায় চুরি হয়েছে।
অপরদিকে ধামরাই দক্ষিণপাড়ায় দৈনিক জনতার প্রতিনিধি ও ধামরাই নিউজ২৪ডট কমের প্রকাশক মাসুদ সরদারের বাসায় থেকে শনিবার রাতে জানালা ভেঙ্গে ২টি মোবাইল সেট ও দামী কাপড়চোপড় নিয়ে গেছে।
বাংলা৭১নিউজ/জেএস