বাংলা৭১নিউজ,ধামরাই(ঢাকা) প্রতিনিধি:
ধামরাই উপজেলায় যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ধামরাই উপজেলা প্রশাসন সোমবার উপজেলা স্মৃতিসৌধে পুস্প স্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।এ উপলক্ষে ধামরাইয়ের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দৃষ্টিনন্দন কুচকাওয়াচ,শারীরিক কসতর প্রদর্শিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহন করবেন পুলিশ ও আনসার, সিভিল ডিফেন্স (ফায়ার সার্ভিস) বাহিনীর সদস্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন স্থানীয় এমপি এম .এ মালেক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম। এছাড়া উপস্থিত থাকেন, ধামরাই থানা ইনর্চাজ অফিসার রিজাউল হক,ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর আবু সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন, ধামরাই সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হাসান, কৃষি কর্মকর্তা লুৎফুর রহমান সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম । বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বর মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবেন এপার বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী কনকচাঁপা ও লুইপা। শুধু এপার বাংলারই নয় ওপার বাংলার (পশ্চিম বঙ্গ ভারত) জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহনা গঙ্গাপাধ্যায়।
বাংলা৭১নিউজ/জেএস