বাংলা৭১নিউজ, ধামরাই : ঢাকার ধামরাইয়ে রোড ডাকাতির প্রস্তুতিকালে ‘বন্দুকযুদ্ধে’ মো. হানিফ আলী নামে একজন সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি আশুলিয়ার কুখ্যাত ডাকাত সর্দার মো. হানিফ আলী। এসময় ডাকাত সদস্যদের গুলিতে পুলিশের ছয় সদস্য গুরুতর আহত হয়েছেন।
রোববার দিনগত রাত দেড়টার দিকে সাভার উপজেলার আশুলিয়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রাতে ডাকাত সর্দার মো. হানিফ আলীসহ সশস্ত্র ১৫-২০ ডাকাত ঢাকা-সাটুরিয়া- বালিয়া সড়কের ধামরাইয়ের খাগুর্তা বাজার বাসস্ট্যান্ড এলাকায় রোড ডাকাতির প্রস্তুতি নেয়। এসময় ধামরাই থানা পুলিশের টহলদল সেখানে টহল দিলে ওই ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও ডাকাতদের প্রতিরোধ করতে পাল্টা গুলিবর্ষণ করে।
এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় আশুলিয়ার ওই ডাকাত হানিফ আলী।
হানিফের মরদেহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে অন্যান্য ডাকাতরা গুলিবর্ষণ করে। এতে কর্তব্যরত ছয় পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী রিভলভার, দুই রাউন্ড গুলি, একটি ছুড়িসহ বিভিন্ন ধরণের অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে।
ধামরাই থানার ওসি শেখ মোহাম্মদ রিজাউল হক দীপু জানান, খবর পেয়ে পুলিশ ডাকাতদের প্রতিহত করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হানিফ দেওয়ান সম্প্রতি ধামরাইয়ের কালামপুরে ৬৫ লাখ টাকা ও আশুলিয়ায় ৮৪ লাখ টাকা ছিনতাইয়ের ১৬৪ ধারার জবানবন্দিকৃত আসামি।
এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/এন