বাংলা৭১নিউজ, সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নামজুল শেখ (২০) নামে এক হেলপার নিহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল শেখ রাজবাড়ি জেলার কালিতলা গ্রামের আব্দুল সামাদ শেখের ছেলে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ পিয়াল জানান, পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক মহাসড়কের ঢুলিভিটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এতে পাটুরিয়া থেকে আসা মালবাহী ট্রাকের হেলপার নামজুল ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া পাশাপাশি মামলা দায়েরের প্রস্ততিও চলছে বলেও জানিয়েছেন তিনি।
বাংলা৭১নিউজ/জেএস