বাংলা৭১নিউজ, ধামরাই(ঢাকা) প্রতিনিধি: ধামরাই উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার ধামরাই উপজেলা মিলায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঋণ বিতরণ ও ঋণ গ্রহন কারীদের পুরস্কার বিতরণ করা হয়।
এতে উপজেলা ইউসিসিএ লি:এর সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে সাধারণ সভায বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এম.এ মালেক,উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন,সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ঢাকার) ওয়াজেদ আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, ঢাকা পরিষদের সদস্য খায়রুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আ: গণি, ও ধামরাই কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব প্রমুখ।সভাশেষে সমবায় সমিতির সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করছেন স্থানীয় এমপি ও ধামরাই আ’লীগের সভাপতি আলহাজ্ব এম.এ মালেক।
উল্লেখ, সমবায় সমিতির ২০জন সদস্যকে ঋন দেওয়া ও সর্বোচ ৩ জন ঋণ গ্রহনকারীকে পুরস্কার প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস