নওগাঁর ধামইরহাটে বৈদ্যুতিক শক খেয়ে একজনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের কর্ণাই গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে কর্ণাই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুস ছাত্তার (৫০) নিজ বাড়িতে কারেন্টের বোর্ডে সুইচের সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন। এমন সময় তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়।
পরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ