বাংলা৭১নিউজ,(ঝালকাঠি)প্রতিনিধি: ঝালকাঠিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম দেউরী গ্রামের জালাল খানের ছেলে। এতে আহত হয়েছেন জালাল খান এবং তার ছোট ছেলে রমজান খান। তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনরা বলেন, সকালে প্রতিপক্ষের লোকজন আমাদের জমিতে ধান কাটতে আসা। এতে বাধা দিলে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় মারাত্মক আহত হন চারজন। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে জাহিদুল মারা যান।
ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, দেউরী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হন। এদের মধ্যে জাহিদুল নামে এক যুবক মারা গেছেন। কারা এ হামলা করেছে তা স্পষ্টভাবে বলতে পারেনি নিহতের পরিবার। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এইউএ