বাংলা৭১নিউজ,লক্ষ্মীপুর প্রতিনিধি: রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব এলাকা থেকে অপহৃত ডা. ইকবাল মাহমুদকে ৭ মাস পর পাওয়া গেছে তার নিজ জেলা লক্ষ্মীপুরে। বুধবার দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয়।
গত ১৪ অক্টোবর রাত ৩টার দিকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরির সামনে থেকে সাদা পোশাকধারী লোকজন মাথায় হেলমেট পরিয়ে ডা: ইকবাল মাহমুদকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়েছিল। ডা: ইকবাল মাহমুদ দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশের পর ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যোগদান করেন। মহাখালী স্বাস্থ্য অধিদফতরে কর্মরত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণরত ছিল। তিনি প্রশিক্ষণের উদ্দেশ্যে বাড়ি থেকে ঢাকায় গিয়ে অপহরণের শিকার হয়।
বাংলা৭১নিউজ/জেএস