বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে মাদক বহনকারি গাড়িকে ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে র্যাব-৫ এর একটি মাইক্রোবাস। এতে র্যাবের এক কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার দেবীপুর উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল মাদকদ্রব্য বহনকারি একটি ট্রাককে পেছন থেকে ধাওয়া করে। এ সময় দেবীপুর এলাকায় র্যাবের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সেই সাথে মাইক্রোবাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে র্যাবের কর্মকর্তা মাইনুল ইসলামসহ তিনজন আহত হন। একই সময় মাদক বহনকারি ট্রাকটিও দুর্ঘটনার শিকার হয়। রাস্তার বাঁক নিতে গিয়ে উল্টে পড়ে যায় দুটি গাড়িই। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
এ বিষয় নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খুরশিদা বানু কনা জানান, রাস্তায় বাঁক নিতে গিয়েই মূলত এ দুর্ঘটনার শিকার হয়েছে র্যাবের গাড়িটি। এতে আহত র্যাব সদস্যদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস