মুন্সীগঞ্জ শহরের লঞ্চ টার্মিনাল সংলগ্ন হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদী থেকে এক হাত এবং এক পা কাটা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ এস এম সোবহান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত ওই পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ডান হাত ও বাম পা কাটা, এছাড়া ডান পায়ের গোড়ালিও কাটা।’
তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলা দেওয়া হয়েছে। এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
বাংলা৭১নিউজ/এসএন