বাংলা৭১নিউজ,(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর স্বামীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাতে অ্যাসিডে আহত নাছির উদ্দিন নিজেই বাদী হয়ে চরজব্বার থানায় মামলাটি দায়ের করেন।
চরজব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় আহত নাছির উদ্দিনের পক্ষে তার পরিবারের লোকজন একটি লিখিত অভিযোগ দেয়। পরে রাতে অভিযোগটি মামলা আকারে গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
গত রোববার (২৫ আগস্ট) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেন নাছির উদ্দিন। রাতে বাড়ি ফিরলে দুর্বৃত্তরা তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। এতে তার শরীরের ৯ শতাংশ ঝলসে গেছে। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলা৭১নিউজ/পিআর