বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০২ ও অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায়ের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হল- কসিমুদ্দিনের ছেলে সোহেল বাবু, বিশু খলিফার ছেলে দবির আলী ও ফড়িং বিশ্বাসের ছেলে আমিনুল ইসলাম।
সকলের বাড়ি সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালি খলিফাপাড়া গ্রামে। সাক্ষ্য প্রমানাদি শেষে আজ বুধবার বিজ্ঞ বিচারক আসামীদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করেন। এ সময় আসামী সোহেল বাবু উপস্থিত থাকলেও অপর দুই আসামী পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিল।
বাংলা৭১নিউজ/জেএস