বাংলা৭১নিউজ,(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ধর্ষণ মামলায় হাফিজুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার মুন্সীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাফিজুর রহমান শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে। ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, গ্রেফতার ছাত্রলীগ নেতা হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণসহ ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।
ওসি বলেন, গোপন সংবাদে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। একটি ধর্ষণ মামলার গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএস