বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে ধষর্নের চেষ্টার অভিযোগে পুলিশ মফিজুল ইসলাম (২২) নামের এক বখাটে যুবককে আটক করে জেল হাজতে প্রেরন করেছে।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুল হাকিম আজাদ জানায়, বাড়িতে কেউ না থাকায় গত মঙ্গলবার বিকেলে উপজেলার চেংগ্রামে সাহিদা আক্তার সোমা (১৭) নামের এক মেয়ের ঘরে প্রবেশ করে মফিজুল ইসলাম নামের এক বখাটে যুবক জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করে।
এ সময় সোমার চিৎকারে তার ভাই সহ প্রতিবেশীরা মফিজুল ইসলামকে আটক করে হাকিমপুর থানা পুলিশের নিকট সোপদ্দ করেন।
মফিজুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর থানার চেংগ্রাম গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে।
এ ব্যাপারে সাহিদা আক্তার সোমা মঙ্গলবার রাতে বাদি হয়ে মফিজুল ইসলাম এর বিরুদ্ধে হাকিমপুর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনী (২০০৩) এর ৯(৪)(খ) ধারায় মামলা করেন। মামলা নং-৬০।
বাংলা৭১নিউজ/জেএস