বাংলা৭১নিউজ, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিয়ের প্রলবণ দেখিয়ে প্রভাবশালী ঘরের সন্তান দ্বারা প্রেমিক কর্তৃক ধর্ষনের শিকার হয়েছে মডেল ক্লিনিকের আয়া। ওই ধর্ষিতা নারী প্রায় দেড় বছর ধরে তানোর মডেল ক্লিনিকে আয়ার চাকরী করতেন।
স্বামী পরিত্যক্তা ধর্ষনের শিকার ওই নারীর গর্ভের ৫ মাসের সন্তান নষ্ট করে ফেলার অভিযোগ ও রয়েছে ওই ধর্ষকের বিরুদ্ধে। বর্তমানে ওই নারী তার পিতার বাড়ীতে মায়ের হেফাজতে রয়েছে। এঘটনায় ওই নারী বাদি হয়ে ওই ধর্ষককে আসামী করে গত শুক্রবার রাত ৯টার সময় তানোর থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার জৈনক ব্যাক্তির কন্যা (২৮)’র সাথে একই উপজেলার আমশো গ্রামের আলহাজ¦ আবদুল হামেদের পুত্র রাসেল উদ্দিনের (৩২)’র প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সুত্র ধরে ওই নারী (প্রেমিকা) তার কর্মস্থল মডান ক্লিনিকের পাশের্^ রাসেলের বাড়ীতে প্রায় ৭ মাস ধরে যাতায়াত করতেন। এবং বিয়ের প্রলবণ দিয়ে রাসেল তার (প্রেমিকাকে) বাড়ীতে ডেকে নিয়ে প্রায় সময় ধর্ষণ করতেন। এক সময় ওই নারী গর্ভে সন্তান আসলে বিষয়টি তিনি রাসেলকে জানায় এবং তাকে বিয়ে করতে বলে।
তখন রাসেল কৌশুলে ওই নারীকে বিয়ের কথা বলে তার গর্ভের সন্তানটি নষ্ট করতে বলে। এবং তাকে সন্তান নষ্টের জন্য ঔশুধ কিনে দেয়। সেই ঔশুধ খেয়ে তার গর্ভের সন্তান নষ্ট করে ওই নারী। সন্তান নষ্টের পর হতে ওই ধর্ষিতা নারী সাথে রাসেল যোগাযোগ বিছিন্ন করে আতœগোপনে চলে যায়। বিষয়টি ওই নারী রাসেলের পরিবারকে জানালে তার পরিবার কোন ব্যবস্থা নেয়নি। নিরুপাই হয়ে ওই নারী গত শুক্রবার রাত ৯টার দিকে থানায় উপস্থিত হয়ে ওই ধর্ষক রাসেলকে আসামী করে থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন ।
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ভিক্টিমকে তার মায়ের বাড়ী রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আর অভিযুক্ত ব্যাক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আতœগোপনে গিয়ে তিনি রক্ষা পাবেনা বলে জানান এ কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/জেএস