বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুই কিশোরকে বুধবার দিবাগত রাতে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের কাজলীপাড়া গ্রামের আনফর আলীর ছেলে জাকির মিয়া (১৫) ও আব্দুর রশিদের ছেলে আশিক মিয়া (১৪) গত ২৮ মে সন্ধ্যায় প্রতিবেশী ৯ বছরের শিশুটিকে খেলা করার কথা বলে বাড়ির পিছনে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ীতে এসে কান্নাজড়িত কণ্ঠে বিষয়টি তার মাকে জানায়। শিশুটির মা বাদী হয়ে গত ৩০ মে দুই কিশোরের নাম উল্লেখ করে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মা বাদি হয়ে দুই কিশোরের নামে মামলা করায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত জাকির ও আশিককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
বাংলা৭১নিউজ/জেএস