বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফরিদপুর প্রেসক্লাবএর সামনের মুজিব সড়কে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি ও যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক।
বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া মানব বন্ধন চলে ১১টা ৩০মিনিট পর্যন্ত। ৩০মিনিট স্থায়ী মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাষ্টএর কোওয়াডিনেটর এ্যাড. শিপ্রা গোস্মামী, এজাগএর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, আস্থা প্রতিবন্ধী সংস্থার মিনি আক্তার, সাংবাদিক জগদিশ চন্দ্র ঘোষ, সনাকএর মুজিবুর রহমান, ব্র্যাকএর মো. জাহাঙ্গীর আলম, পিন্টু মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার রাতে স্থানীয় অপু নামের এক বখাটে যুবক মেয়েটির সাথে প্রেমের অভিনয় করে আলীপুর রেললাইনের পাশে নিয়ে তার পরিচিত আরো ৭/৮ জন বন্ধু মিলে নির্যাতন করে। পরবর্তিতে সে বেশী অসুস্থ্য হয়ে পরলে মধ্যরাতে তাকে তারা (ধর্ষকরা) বাসায় রেখে পালিয়ে যায়। মারাতœক আহত অবস্থায়তায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, চিকিৎসকরা তাকে ফরিদপুর ট্রমা সেন্টারের ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করে। বর্তমানে ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে চিকিসা নিচ্ছে।
গণধর্ষনের এই ঘটনায় সোমবার রাতে মেয়েটির মা (কোহিনুর বেগম) বাদি হয়ে সবুজ, সাব্বির, লিখন, উজ্জলসহ স্থানীয় ১১ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।
বাংলা৭১নিউজ/জেএস