দেশব্যাপী পরিবহন ধর্মঘটের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শনিবার সকাল থেকে স্থলবন্দর থেকে ত্রিপুরার আগরতলায় পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। আগরতলা থেকেও আমদানি পণ্য নিয়ে আখাউড়া বন্দরে আসছে।
শনিবার সকালে আখাউড়া স্থলবন্দর ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, পরিবহন ধর্মঘটে আখাউড়া স্থলবন্দরে কোনো প্রকার প্রভাব পড়েনি। সকাল থেকেই রপ্তানি পণ্য নিয়ে বন্দরে ট্রাক আসা শুরু করে। বেশ কিছু ট্রাক পণ্য নিয়ে বন্দরে অপেক্ষা করছে।
বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত স্থলেবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে। ওই পার থেকেও পণ্য নিয়ে ট্রাক প্রবেশ করেছে। পাশাপাশি যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
উল্লেখ্য, দীর্ঘদিন পর সম্প্রতি আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল ও গম আমদানি শুরু হয়।
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ, পাথর, তুলা, ভোজ্য তেল ও ফলমূলসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়। এসব পণ্য ত্রিপুরা থেকে সরবরাহ করা হয় আশপাশের রাজ্যগুলোতে।
বাংলা৭১নিউজ/সিএফ