বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। এখন কাজ আর সংসার নিয়েই অধিক ব্যস্ত এই অভিনেত্রী।
বলিউডের অন্য তারকাদের মতো কিয়ারা আদভানিও দারুণ ফ্যাশন সচেতন। ব্যক্তিগত জীবনে বিলাসবহুল পোশাক ও জিনিসপত্র ব্যবহার করে থাকেন এই অভিনেত্রী। এবার ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির প্রাক-বিয়ের অনুষ্ঠানে কয়েক লাখ টাকা মূল্যের পোশাক পরে নজর কাড়লেন কিয়ারা।
বলিউড শাদি ডটকমের তথ্য অনুসারে, অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ের চতুর্থ দিন স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে হাজির হয়েছিলেন কিয়ারা আদভানি। এদিন সাদা-কালো রঙের মিনি ড্রেস পরেছিলেন কিয়ারা।
এ পোশাকটি তৈরি করেছে ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড বালমেইন। পোশাকটির মূল্য ২ হাজার ৮৭০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৩৯ হাজার টাকার বেশি)। তবে এখন ৪০ শতাংশে ছাড়ে বিক্রি হচ্ছে এটি। বর্তমানে ১ হাজার ৭২২ মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে এটি। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ টাকার বেশি।
কিয়ারা আদভানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এতে কিয়ারার বিপরীতে অভিনয় করেন কার্তিক আরিয়ান। সমীর বিদ্যানস পরিচালিত এ সিনেমা গত বছরের ২৯ জুন মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। বর্তমানে ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কিয়ারা।
বাংলা৭১নিউজ/এসএইচ