বাংলা৭১নিউজ, ডেস্ক: বেইজিং বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর, পূর্ব ভারত মহাসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে অত্যাধুনিক যুদ্ধজাহাজের মহড়া শুরু করেছে। এ মহড়ায় হেলিকপ্টার এবং “বিশেষ যুদ্ধের” সেনারাও অংশ নেবে বলে জানানো হয়েছে।
চীনের নানহাই নৌবহরের তিন জাহাজ গতকাল হাইনান প্রদেশে নৌবাহিনীর বন্দর সানিয়া ত্যাগ করেছে। বাৎসরিক এ মহড়ায় যোগ দেয়ার জন্য এ সব জাহাজ বন্দর ত্যাগ করেছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে।
এ সব যুদ্ধজাহাজের সঙ্গে পরে যোগ দেবে বিশাল ডেস্ট্রয়ার লানজাও এবং গুয়ানজাও। ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেটও যোগ এ মহড়ায় যোগ দেবে এবং হেলিকপ্টার ও “বিশেষ যুদ্ধে”র সেনারা এ মহড়ায় অংশ নেবে। মহড়ার নৌবহরকে তিন ভাগে ভাগ করা হয়েছে এবং দক্ষিণ চীন সাগর, পূর্ব ভারত মহাসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে পৃথক সমর অনুশীলন চালাবে।
চীনা নৌবাহিনী বলেছে, রণ প্রস্তুতি এবং জাহাজ এবং বিমানসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানোই এ মহড়ার উদ্দেশ্য।
বাংলা৭১নিউজ/বিকে