বাংলা৭১নিউজ,ঢাকা : দ্রুত জাতীয় দলে ফেরার ইচ্ছে ব্যক্ত করেছেন ক্রিকেটার শাহাদাত হোসেন।
আজ গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে নির্যাতন মামলায় বেকসুর খালাস পাওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এ ইচ্ছের কথা জানান।
জাতীয় দলের সাবেক এ পেসার বলেন, ‘মামলায় আমি ন্যায়বিচার পেয়েছি। এখন দ্রুত জাতীয় দলে ফেরার চেষ্টা করব।’
এরআগে শাহাদাত ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসমাইল বেকসুর খালাস দেন।
গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় গৃহকর্মী হ্যাপীকে নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক।
ওই বছরের ২৯ ডিসেম্বর পুলিশ এ মামলায় অভিযোগপত্র দেয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।
এই মামলায় জেসমিনকে গত বছরের ৩ অক্টোবর মালিবাগে তার বাবার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
আর ৫ অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করেন। তাকে রিমান্ডেও নেয়া হয়। পরে এই দম্পতি জামিনে মুক্তি পান।
বাংলা৭১নিউজ/এন