সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত ফিল্ডিংয়ে বাংলাদেশ, ম্যাচ শুরু হবে ১৫ মিনিট দেরিতে এবার রাফাহ খালি করার নির্দেশ ইসরায়েলের হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বাড়ল রূপালী ব্যাংকে হিসাব খোলার মাইলফলক উদযাপন রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা ‘আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি’ কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু মিল্টনের আশ্রমের দায়িত্ব নিলো শামসুল হক ফাউন্ডেশন জেরুজালেমে আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলের অভিযান

দ্বিতীয় রাউন্ডে স্পেনের প্রতিপক্ষ রাশিয়া, উরুগুয়ের পর্তুগাল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮
  • ২৪৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর ‘এ’ গ্রুপ ও ‘বি’ গ্রুপের সব হিসেব চুকলো সোমবার। এদিন এই দুই গ্রুপে থাকা দলগুলো প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলে ফেলল।

ম্যাচ শেষে ‘এ’ গ্রুপে সেরা হয়ে দ্বিতীয় পর্বে উঠলো উরুগুয়ে, দ্বিতীয় স্বাগতিক রাশিয়া।

অন্যদিকে ‘বি’ গ্রুপে সেরা হয়েছে স্পেন, দ্বিতীয় পর্তুগাল। ৩০ জুন থেকে শুরু হবে নকআউট পর্ব। যে পর্বে ‘এ’ গ্রুপ সেরা উরুগুয়ে খেলবে ‘বি’ গ্রুপে রানার্সআপ পর্তুগালের বিপক্ষে। আর ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন খেলবে ‘এ’ গ্রুপ রানার্সআপ স্বাগতিক রাশিয়ার বিপক্ষে।

সোমবার (২৫ জুন) উরুগুয়ে স্বাগতিক রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে সেরা হওয়ার কৃতিত্ব দেখায়। অন্যদিকে একই গ্রুপের নিয়মরক্ষার ম্যাচে মিসরকে ২-১ গোলে হারায় সৌদি আরব। ৩ ম্যাচের ৩টিতেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে উরুগুয়ে। যারা প্রথম ম্যাচে মিশরকে হারায় ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকেও তারা হারায় একই ব্যবধানে। অন্যদিকে দ্বিতীয় হওয়া রাশিয়া প্রথম ম্যাচে সৌদি আরবকে উড়িয়ে দেয় ৫-০ গোলে। দ্বিতীয় ম্যাচে মিশরকে হারায় ৩-১ গোলে।

‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। এরপর ইরানের বিপক্ষে জিতে ১-০ গোলে। সোমবার মরক্কোর বিপক্ষে ২-২ গোলে ড্র তাদের। অন্যদিকে পর্তুগাল স্পেনের বিপক্ষে ড্র করার পর ইরানের মরক্কোর বিপক্ষে জিতে ১-০ গোলে। শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। ৩ ম্যাচে সমান ৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় পর্বে উঠেছে স্পেন ও পর্তুগাল। তবে গোল গড়ে এগিয়ে থেকে সেরা স্পেন।

এ মাসের ৩০ তারিখ শুরু নট আউট পর্ব অর্থাৎ শেষ ষোলোর খেলা। যেদিন দিনের দ্বিতীয় ম্যাচে ‘এ’ গ্রুপ সেরা উরুগুয়ে ও ‘বি’ গ্রুপ সেরা পর্তুগাল মুখোমুখি হবে। সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। পরদিন ১ জুলাই ‘বি’ গ্রুপ সেরা স্পেন খেলবে ‘এ’ গ্রুপ সেরা স্বাগতিক রাশিয়ার বিপক্ষে। মস্কোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বাংলা৭১নিউজ/এসআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com