বাংলা৭১নিউজ, ঢাকা: প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে চান জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
সোমবার জাতীয় দলের অনুশীলনের পূর্বে মিরপুর শের-ই-বাংলায় মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ভালো ক্রিকেট খেলতে পারলে আমরা হয়তো আরও ভালো ফল করতে পারব। প্রথম ম্যাচের ভুল শুধরে আরও ভালভাবে কি করে পারফর্ম করা যায় সেদিকটায় মনোনিবেশ করব এবং সিরিজটা যাতে পরবর্তী ম্যাচে আমরা নিশ্চিত করতে পারি সেটাই চেষ্টা করব।’
ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ দারুণ করেছেন। তামিমের সঙ্গে তৃতীয় উইকেটে ৭৯ রান ও চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে ৪০ রান যোগ করেন ডানহাতি এ ব্যাটসম্যান। আফগান বোলারদের ২২ গজের ক্রিজে শাসন করেছেন মাহমুদউল্লাহ। কিন্তু ৬২ রানে নবীর বলে সাজঘরে ফেরেন। মাহমুদউল্লাহ আউট হওয়ার পর পরই রানের চাকা থেমে আসে বাংলাদেশের। নিজের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘উইকেট খুব ভাল আচরণ করছিল এবং বল খুব সুন্দর ব্যাটে আসছিল। তাই যতটা রান বাড়ানো যায়, সেই চিন্তা থেকে আগ্রাসণ দেখিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সেটা করতে পারিনি। আরেকটু ক্যারি করা উচিত ছিল। সেক্ষেত্রে ২৮০+ রান অনায়েসে হয়ে যেত।’
গত এক কিংবা দেড় বছর ফিল্ডিংয়ে বাংলাদেশ প্রশংসা কুড়ালেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ক্যাচ মিসের মহড়া দিয়েছে! পাশাপাশি মিস ফিল্ডিংয়ে রানও ব্যয় হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বাস বুধবার হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে সব দৃশ্যপট পাল্টে যাবে। তিনি বলেন, ‘দলের সবাই এ বিষয়টা অনুভব করছে। পরবর্তী ম্যাচে আমরা আরও ভাল পারফর্ম করব, সবগুলো বিভাগেই নিজেদের ভুলগুলো শুধরে নিব।’
বাংলা৭১নিউজ/সিএইস