বাংলা৭১নিউজ,ঢাকা : নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামছে বাংলাদেশ দল।
প্রথম ম্যাচে ৭৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মাশরাফি বাহিনী। তবে তার আগে বড় একটা ধাক্কা খেল টাইগাররা। ইনজুরির কারণে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। তার পরিবর্তে খেলতে পারেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
এর আগে সোমবার প্রথম ওয়ানডেতে রান নেওয়ার সময় ডাইভ দিয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন মুশফিকুর রহিম। ৪৮ ঘণ্টা পর তার স্ক্যান করার কথা থাকলেও অবস্থার একটু উন্নতি না হওয়ায় স্ক্যান করা হয়নি। বৃহস্পতিবার মুশফিকের স্ক্যান করা হতে পারে।
মুশফিকের ইনজুরি নিয়ে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমরা দুই সপ্তাহ ধরে তার ইনজুরির অবস্থা পর্যবেক্ষণ করব। সে সব ফরম্যাটে আমাদের দলের ব্যাটসম্যান ও উইকেটরক্ষক হিসেবে বেশ ভালো একজন খেলোয়াড়। তবে ইনজুরিও খেলার অপরিহার্য একটি অংশ। আমি তাকে দেখেছি। সে খুব ভালোভাবেই সেরে উঠছে। সে সব সময় প্রস্তুতি নিয়েই ডাইভ দেওয়ার চেষ্টা করে। আশা করি এ ইনজুরি থেকেও দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
দুই সপ্তাহ ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও মুশফিকের দলে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ।
বাংলা৭১নিউজ/এম