বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশনের আওতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছ সরকার। ঢাকার দুই সিটি করপোরেশনের সাথে নতুন করে ১৬টি ইউনিয়ন যোগ করা হয়েছে।
সোমবার প্রসাশনিক পূর্ণবিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি-নিকার এর বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
এই সিদ্ধান্তের ফলে ঢাকার দুটি সিটি করপোরেশনের আয়তন বাড়বে প্রায় দ্বিগুন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনী ইউনিয়ন যোগ হচ্ছে।
অন্যদিকে শ্যামপুর, মাতুয়াইল, ডেমরা, দনিয়া, সারুলিয়া, দক্ষিণগাঁও, নাসিরাবাদ ও মান্ডা ইউনিয়ন যোগ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।
বাংলা৭১নিউজ/এসএইস