বাংলা৭১নিউজ,রাজবাড়ী প্রতিনিধি:স্রোত ও নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এতে করে পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, নাব্যতা সংকট দূরিকরণে পাটুরিয়া ঘাট এলাকায় ড্রেজিং চলছে। ফলে ফেরি চলাচল ব্যহত হওয়ায় পার হতে সময় লাগছে দ্বিগুণের বেশি।
সরেজমিন ঘুরে দেখা যায়, ঘাট থেকে প্রায় কয়েক কিলোমিটার রাস্তায় পারে অপেক্ষায় শতশত পণ্যবাহী ট্রাক অপেক্ষা করছে। কাঁচামাল ভর্তি ট্রাক নিয়ে অনেকে পড়েছেন বিপাকে। পারাপারে দীর্ঘ সময় লাগায় পচনশীল পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে লোকসানের মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা।
বর্তমানে এই রুটে ছোট-বড় মিলে মোট ১৮টি ফেরি চলাচল করছে।
বাংলা৭১নিউজ/এবি