দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা-যমুনায় কুয়াশার তীব্রতা বাড়ায় ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে মাঝ পদ্মা নদীতে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হয়।
মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ৫টি ফেরি নোঙর করে আছে। এদিকে দীর্ঘ এ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে প্রায় তিন শতাধিক কোচ, ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাক আটকা পরেছে। নদীর হিমেল হাওয়ায় প্রচণ্ড শীতে আটকে পরা যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।রোববার সাল ৮টায় ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান।
তিনি জানান, রাজবাড়ীর দৌলতদিয়া অংশের নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে, এছাড়া দিক নির্ণয় না করতে পারায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে আছে ৫টি ফেরি।
কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি। কুয়াশার প্রকোপ কমালে ১৫টি ফেরি দিয়ে এ নৌরুটে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী কোচ ও ছোট যানবাহন ও যাত্রী পারাপার করা হবে বলেও জানান তিনি।কয়েকদিন ধরে ঘন-কুয়াশায় ফেরি পারাপার ব্যাহত হচ্ছে চরমে। আর এতে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকছে।
বাংলা৭১নিউজ/এমকে