বাংলা৭১নিউজ,(দোহার)প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় ১৬ পুলিশ সদস্য ও একজন পল্লী চিকিৎসকসহ ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ জনে। এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন। রবিবার (১৭ মে) রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
জ্যোতি বিকাশ চন্দ্র জানান, নতুন করে আক্রান্ত ১৭ জনের মধ্যে ১৬ জনই দোহার থানা পুলিশের সদস্য। আক্রান্ত আরেকজন উপজেলার দুবলি বাজারের একজন পল্লী চিকিৎসক। সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, যেহেতু আক্রান্তের সংখ্যা বাড়ছে সেহেতু সবাইকে ঘরে থাকতে হবে। প্রয়োজনে বাইরে আসলেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন জানান, দোহার থানায় আক্রান্ত ১৬ জন পুলিশ সদস্যের মধ্যে একজন পুরুষ এএসআই ও একজন নারী এএসআই, বাকি ১৪ জন পুলিশ কনস্টেবল।
তিনি বলেন, পুলিশরা নিজেদের দায়িত্ববোধ থেকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে হোম কোয়ারেন্টিন নিশ্চিত, সামাজিক দূরত্ব নিশ্চিত, বাজার ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ প্রতিটি ক্ষেত্রে অগ্রভাগে কাজ করছে। যে কারণে পুলিশের আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।
তিনি আরো বলেন, এরপরও দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আমরা দোহারবাসীকে সেবা দিয়ে যাব।
বাংলা৭১নিউজ/জেআই