ঢাকার দোহারে হুমায়ুন কবির নামে মলমপার্টির এক সদস্যকে আটক করেছে দোহারের চর মাহমুদপুর ফাঁড়ির পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার মৈনটঘাট থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হুমায়ুন কবির চাঁদপুরের কচুয়া উপজেলার কালুরচর গ্রামের চান মিয়া ভূইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী মামুন মন্ডল জানান, মঙ্গলবার রাতে তিনি ওমান থেকে বাংলাদেশে আসেন। বুধবার সকালে ভাই রজ্জব মন্ডলকে নিয়ে গুলিস্তান থেকে যমুনা পরিবহনের পৃথক দুটি সিটে বসে দোহারের মৈনটঘাটের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে তারা ফরিদপুরের চরভাদ্রশন যাচ্ছিলেন। বাসে মলম পার্টির সদস্যরা তার ভাই রজ্জব মন্ডলকে অজ্ঞান করে তার ব্যবহৃত মোবাইল ও হাতে থাকা স্বর্ণের আংটি নিয়ে যায়। বাসটি মৈনটঘাটে পৌঁছালে বাসে থাকা যাত্রীরা রজ্জব মন্ডলকে অচেতন অবস্থায় দেখতে পায়। এ সময় মলম পার্টির সদস্য হুমায়ুন কবির দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে সোর্পদ করে।
তবে তার সঙ্গে থাকা মলম পার্টির আরও ৪ সদস্য পালিয়ে গেছে বলে জানান হুমায়ূন কবির। অচেতন অবস্থায় রজ্জব মন্ডলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনা মামলা দায়েরের প্রক্রিয়াধীন আছে বলে জানান চর মাহমুদপুর ফাঁড়ির পুলিশ ইনচার্জ সুজন বিশ্বাস।
বাংলা৭১নিউজ/এবি