মুজিব শতবর্ষে জমিসহ ঘর পাবে ঢাকা জেলার দোহার উপজেলার ২৩৮টি দরিদ্র পরিবার।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১৯৮টি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির ব্যক্তিগত অর্থায়নে আরও ৪০টি ঘর পাবে গৃহহীন পরিবারগুলো।
আসছে ২৩ জানুয়ারি শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে জমিসহ ঘর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুই শতাংশ জমিসহ প্রতিটি ঘর হস্তান্তর করা হবে প্রকৃত গৃহহীন পরিবারগুলোর মধ্যে। ইতোমধ্যে তাদের তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই করে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।
বাংলা৭১নিউজ/এসএন