বাংলা৭১নিউজ,ঢাকা: কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহ জালাল উদ্দীন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহ জালাল উদ্দীন মহেশখালী পৌরসভার চরপাড়া আদর্শগ্রাম এলাকার ফোরকান আহমদের ছেলে।
নিহতের বড় ভাই জাহেদ উদ্দীন জানান, তার ভাই প্রতিদিনের মতো রাতে দোকানেই ঘুমিয়ে ছিল। রাতের কোনো এক সময় তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, দোকানের মালামাল তেমন খোয়া যায়নি। আমাদের ধারণা- এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কারা এমনটি ঘটালো তা বুঝে আসছে না।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জালালকে হত্যার কারণ অনুসন্ধানে সম্ভাব্য সব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসআর