বাংলা৭১নিউজ, ডেস্ক: ব্রিটিশ নৌবাহিনী দুটি বিমানবাহী বিশাল যুদ্ধজাহাজ তৈরি করছে।
এটা দেখে শত্রুরা লন্ডনের বিরুদ্ধে হামলা চালানোর আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে বলে ব্রিটিশ সরকারি কর্মকর্তারা দাবি করেছেন।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার সাথে ব্রিটেনের সম্পর্কে চরম টানাপড়েন চলছে। রাশিয়া ব্রিটেনে হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করছেন কোনো কোনো বিশ্লেষক।
ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, জাহাজ দুটিকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগানো হতে পারে। দ্যা নিউ কুইন এলিজাবেথ শ্রেণির বিমানবাহী জাহাজ দুটি থেকে প্রতিদিন একশরও বেশিবার বিমান হামলা করা যাবে।
ব্রিটিশ নৌবাহিনী আশা করছে- ২০২১ সাল নাগাদ জাহাজ দুটি মোতয়েন করা যাবে।
ব্রিটিশ নৌবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা ক্যাপ্টেন সিমন পেটিট বলেন, যুদ্ধ শুরুর চেয়ে শত্রুর যুদ্ধ বন্ধ করতে যাচ্ছে এ দুটি জাহাজ। কিন্তু কোনো দেশ যদি যুদ্ধ শুরু করতে চায় তাহলে যখন তারা দেখবে যে, এ জাহাজ দুটি আসছে তখন তাদেরকে দ্বিতীয়বার ভাবতে হবে।
ক্যাপ্টেন পেটিট বলেন, ব্রিটিশ নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী বিমান এ জাহাজ দুটিতে মোতায়েন করা হবে। এর একেকটি জাহাজ ৬৭ হাজার টন ওজনের। আগামী বছর থেকে প্রথম জাহাজের সামুদ্রিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হতে পারে। দ্বিতীয় জাহাজটি তার দেড় বছর পর প্রস্তুত হবে।
ব্রিটিশ সেনাবাহিনীর প্রায় ১০ হাজার লোক জাহাজ দুটি বানাচ্ছে।
ব্রিটেনের সবচেয়ে ব্যয়বহুল এ যুদ্ধজাহাজ দুটি তৈরিতে ব্যয় হচ্ছে ৬২০ কোটি ব্রিটিশ পাউন্ড বা ৭০৭৫৪ কোটি টাকা যা দিয়ে প্রায় তিনটি পদ্মা সেতু হতে পারে। একটি জাহাজ ৯৩২ ফুট লম্বা।
২০১০ সাল থেকে ব্রিটিশ সামরিক বাহিনীতে কোনো যুদ্ধজাহাজ নেই। ব্যয় কাটছাঁট কর্মসূচির অংশ হিসেবে ওই বছর বিমানবাহী জাহাজকে বহর থেকে বিদায় করা হয়।
বাংলা৭১নিউজ/সূত্র:দ্যা টেলিগ্রাফ