রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা শাকিল অস্ত্রসহ গ্রেফতার সেনাবাহিনীতে সৎ-নীতিবান অফিসাররাই পদোন্নতির দাবিদার: প্রধান উপদেষ্টা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক মজুত গ্যাস উত্তোলন নিয়ে সুখবর দিল বাপেক্স এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বৈরুতে একরাতে ৩০ দফা ভারি বিমান হামলা ইসরাইলের পূজামণ্ডপে ব্যাগ-পোটলা নিয়ে প্রবেশে নিরুৎসাহিত করেছে পুলিশ সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগ ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি ১৪ হাজার ৪২১ কোটি টাকা: সিপিডি ওবায়দুল কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেফতার: র‌্যাব শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ৭ জনের মৃত্যু খাল-বিল ভরাটের ফলেই নোয়াখালীর বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হয়েছে গাজায় মসজিদ-স্কুলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৪ আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা বার্নে স্বাস্থ্য উপদেষ্টা পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ সেনা ও ৮ বিদ্রোহী নিহত ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দেড় বছর পর মসজিদে হারামে আলোচনা কার্যক্রম শুরু

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪৭ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক পরিস্থিতির এগিয়ে যাচ্ছে পবিত্র মসজিদে হারাম। এর মধ্যে তাতে আলোচনাসভা ফের শুরু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দীর্ঘ দেড় বছর পর পবিত্র কাবাঘরের পাশে ইসলামী স্কলাররা প্রথমবার আলোচনা করেন। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পর্ষদ স্বাস্থ্যবিধি মেনে পাঠদান কার্যক্রম শুরু করার নির্দেশনা দেয়। 

সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া সূত্রে জানা যায়, মক্কার পবিত্র মসজিদে হারামে প্রথমদিন পাঠদান করেন শায়খ ড. সাআদ আল সিথরি। তবে পবিত্র মসজিদে প্রবেশ করে এ কার্যক্রমে অংশ নিতে অবশ্যই করোনা টিকার সব ডোজ নিয়ে স্বাস্থ্যবিধি মানতে হবে। 

Image

স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদে হারামে পবিত্র কোরআনের কপি মুসল্লিদের পাঠের জন্য আগের মতো সরবরাহ করা হয়। নামাজ আদায়ে মুসল্লিদের সামাজিক দূরত্ব কমিয়ে আনা হয়। তা ছাড়া মসজিদুল হারামের পরিচালনাধীন প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমও আগামী মাস থেকে শুরু হবে। এতে কেবল টিকা নেওয়া শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবে। 

গত ১০ আগস্ট বিদেশিদের অনলাইনে ওমরার আবেদন শুরু হয়। এরপর ১৩ আগস্ট নাইজেরিয়া থেকে আসা প্রথম দল ওমরাহ পালনে আসে।

Image

মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ওমরাহ কার্যক্রমের ব্যবস্থা করে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন ৬০ হাজারের বেশি মুসল্লির ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। প্রতিমাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালন করবেন। এ সংখ্যা ধীরে ধীরে আরো বাড়ানো হবে বলে জানানো হয়।

Image

স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিভিন্ন দেশ থেকে ওমরাহযাত্রীরা সৌদি যাচ্ছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তারা ওমরাহ পালন, মসজিদুল হারাম, মসজিদে নববীতে নামাজ আদায় ও রওজা শরিফ জিয়ারতের সুযোগ পাবেন। তবে তাদের সৌদি সরকার স্বীকৃত করোনা টিকার কোনো একটির পুরো ডোজ গ্রহণ করতে হবে। টিকাগুলো হলো, এক. ফাইজার অ্যান্ড বায়োএনটেক। দুই. অ্যাস্ট্রাজেনেকা। তিন. মডার্না। চার. জনসন অ্যান্ড জনসন। পাঁচ. সিনোফার্মা ও ছয়. সিনোভ্যাক। 

করোনা সংক্রমণরোধে গত বছরের মার্চ থেকে সৌদির বাইরের দেশের নাগরিকরা ওমরাহ পালন করতে পারেননি। এরপর অক্টোবর মাস থেকে শুধু সৌদিতে অবস্থানরত সীমিতসংখ্যক মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন করেন। ২০২০ সালে সৌদিতে অবস্থানরত মুসল্লিরা হজ পালন করেন। এ বছরও সৌদিতে অবস্থানরত প্রায় ৬০ হাজার মুসল্লি হজ পালন করেন।
সূত্র : আল আরাবিয়া ও হারামাইন ওয়েব সাইট

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com