ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজও ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এতে করে ঘাটের দুই পাশে পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় এখন পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি।
বৃস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দৌলতদিয়া ঘাটে আটকা ৬টি ফেরি।
বাংলা৭১নিউজ/এমকে