বাংলা৭১নিউজ, ঢাকা: পদ্মার তীব্র স্রোতে পাড় ভেঙে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়ায় তিনটি ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন একটি ঘাট দিয়ে ফেরি চলছে। এ কারণে এ রুটে ফেরি চলাচলও সীমিত করা হয়।
এ কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়াগামী ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার রাতে ১ নম্বর এবং আজ সকালে ২ নম্বর ফেরিঘাট বন্ধ হয়। এর আগে ২৭ জুলাই বন্ধ হয়েছিল ৪ নম্বর ঘাট।
যানবাহন পরাপার করা হচ্ছে শুধু ৩ নম্বর ঘাট দিয়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, তিনটি ঘাট বন্ধ হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যোগাযোগে কিছুটা সমস্যা হচ্ছে। পাশাপাশি ফেরি চলাচল সীমিত হয়ে পড়ায় দুই পাড়ে আটকা পড়েছে পারাপারের অপেক্ষায় থাকা শতাধিক যাত্রী ও পণ্যবাহী গাড়ি।
“পদ্মার প্রবল স্রোতে পাড় ভেঙে যাওয়ায় শনিবার রাত ৩টার দিকে ১ নম্বর ঘাট বন্ধ করা হয়েছে। রোববার সকালে বন্ধ করা হয় ২ নম্বর ঘাট।”
একই সমস্যার কারণে গত ২৭ জুলাই থেকে ৪ নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয় বলেও জানান তিনি।
এছাড়া এ রুটে ১৭টার মধ্যে ছয়টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।
এদিকে সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাটে পারাপারে অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ জট দেখা গেছে।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা শফিকুল বলেন, “পাটুরিয়া- দৌলতদিয়ার শতশত গাড়ি আটকা পড়েছে। এর মধ্যে দেড় শতাধিক যাত্রীবাহী ও চার শতাধিক ট্রাক রয়েছে।”
সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই ঘাটেও আটকা পড়েছে পারাপারের অপেক্ষায় থাকা শত শত যানবাহন।
বিআইডব্লিউটিসির আড়িচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, দৌলতদিয়া অংশের তিনটি ঘাট পদ্মায় তলিয়ে যাওয়ায় এ পাড় থেকে ফেরি ওই পাড়ে যাচ্ছে না।
“শনিবার বিকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছিল। রোববার সকাল ৯টা থেকে এ রুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।”
ফেরি বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়া ঘাটে আড়াই শতাধিক বেশি বাস আটকা পড়েছে বলে জানান তিনি।
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে চলাচল স্বাভাবিক
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে অবস্থার কিছুটা পরিবর্তন হওয়ায় দুপ্রান্তের ছয়টি ঘাট দিয়েই এখন গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ বলেন, আজ থেকে উচ্চ ক্ষমতার টাগবোট ছাড়াই ফেরিগুলো চলতে পারছে। কাওড়াকান্দির তলিয়ে যাওয়া ২ নম্বর ঘাটটিও মেরামত করা হয়েছে।
“দুপ্রান্তের ছয়টি ঘাট দিয়েই গাড়ি পারাপার চলছে। ১৭টি ফেরিরর মধ্যে চালু আছে ১৩টি।”
তিনি জানান,আজ দুই পাড়ে শতাধিক যান পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে, তবে চাপ আগে চাইতে একটু কম।
বাংলা৭১নিউজ/সিএইস