বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো: মাদকবিরোধী অভিযানের মাঝেই অবশেষে দেশ ছাড়লেন বহুল আলোচিত সমালোচিত সরকার দলের এমপি আব্দদুর রহমান বদি।
তবে ওমরা পালনের উদ্দেশে দেশ ছাড়লেন বলে জানাগেছে এমপি বদি।
গত বৃহস্পতিবার মধ্যরাতে একটি বেসরকারি বিমানে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বদি ওমরা পালনে সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন বলে নিশ্চিত হওয়াগেছে।
এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে, মেয়ের জামাই, বন্ধু আকতার কামাল ও মৌলানা নূরী।
মাদক বিরোধী অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ দেশত্যাগ করে সৌদি আরবে গমনকে আপাতত গা ঢাকা দেয়ার কৌশল হিসেবে মনে করছেন অনেকে। অভিযান থেকে বাঁচতেই বদি ওমরায় চলে গেছেন বলে ধারণা করছেন সচেতন মহল।
সৌদি আরবে যাওয়ার আগে এমপি বদি বলেন, অভিযানের ভয়ে তার দেশ ছাড়ার তথ্যটি সম্পূর্ণ অসত্য। তিনি অনেক আগেই ওমরা পালনের সিদ্ধান্ত নিয়ে ছিলেন। নিয়ম অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন।
ওমরা পালন শেষে আগামী ১৭ জুন তিনি দেশে ফিরবেন বলে জানান।
বাংলা৭১নিউজ/জেএস