বাংলা৭১নিউজ,ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক উন্নয়নের মহাসড়কে।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।
ইমরান আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন বিভিন্ন সূচকে ক্রমাগত উন্নতি করছে। মাথাপিছু আয় যেভাবে বাড়ছে তাতে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছাবে।
প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, বাংলাদেশের ক্রমাগত সাফল্য এখন সারা বিশ্বের বিষ্ময়। বিশ্বের নামিদামী ব্যক্তিরা উন্নয়নের জন্য বাংলাদেশকে অনুসরণ করে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার বুদ্ধিমত্তা, দূরদর্শিতা চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা ও টেকসই উন্নয়ন ভাবনা আজ সারা বিশ্বে স্বীকৃত।
কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলী আমজাদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল বাছিত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুন নুর।
বাংলা৭১নিউজ/জেড এইচ