বাংলা৭১নিউজ, ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ২৫ জুন দেশ ছাড়েন সাকিব আল হাসান। খেলেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। দলটিকে শিরোপাও স্বাদও দেন তারা।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতে দেড় মাসেরও (৪৭ দিন) অধিক সময় পর দেশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। কয়েকদিন বিশ্রাম নিয়ে ২০ আগস্ট থেকে জাতীয় দলের চলমান ক্যাম্পে যোগ দিবেন।
জ্যামাইকা তালাওয়াসের হয়ে শিরোপা জয়ের বিষয়ে সাকিব বলেন, ‘দলটা অনেক ভালো ছিল। দলে অনেক পারফর্মার আছে। এ জন্য চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হয়েছে। সবমিলিয়ে সময়টা ভালোই কেটেছে।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে করেছেন ১৬০ রান। যেখানে অপরাজিত ৫৪ রানের একটি ইনিংস রয়েছে।
আর বল হাতে নিয়েছেন ১২ উইকেট। ৭ আগস্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে বল হাতে ২৫ রানে ২ উইকেট নিয়েছিলেন। অবশ্য এদিন ব্যাট করার সুযোগ পাননি। পাবেন কী করে? তার দল জ্যামাইকা তালাওয়াস যে ৯ উইকেটের ব্যবধানে জিতেছিল গায়ানা আমাজনের বিপক্ষে!
বাংলা৭১নিউজ/সিএইস