বাংলা৭১নিউজ, ঢাকা: লন্ডন থেকে দেশে ফিরেছেন জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ বিমানের বিজি-০০৬ ফ্লাইটে লন্ডন থেকে দেশের উদ্দেশে উড়াল দেন মুস্তাফিজ।
আজ সকাল সাড়ে ১০টার দিকে বিমানটি সিলেটে অবতরণ করে। সেখান থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বেলা ১১টা ৪০ মিনিটে।
প্রথমে কথা ছিল শুক্রবার দেশে ফিরবেন মুস্তাফিজ। কিন্তু বাংলাদেশ বিমানের টিকিট না পাওয়ায় তার দেশে ফিরতে আরো তিন দিন দেরি হলো।
সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলতে গত ২০ জুলাই লন্ডনে যান মুস্তাফিজ। কিন্তু ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের দ্বিতীয় ম্যাচেই চোট পান বাঁ কাঁধে। এরপর আর একটি ম্যাচও খেলতে পারেননি।
১২ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস অস্ত্রোপচার করেন মুস্তাফিজের কাঁধে। পুনর্বাসন প্রক্রিয়া ঠিকমতো হলে মুস্তাফিজ তিন মাসের মধ্যেই নেটে ফিরে আসতে পারবেন বলে জানিয়েছিলেন ওয়ালেস।
তবে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, সম্পূর্ণ ফিট হতে পাঁচ মাস সময় লাগবে বাঁহাতি এই পেসারের।
বাংলা৭১নিউজ/সিএইস