বাংলা৭১নিউজ,ঢাকা:করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে কম্বোডিয়ায় আটকেপড়া ৭৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের ফেরার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কম্বোডিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরবেন। থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
এর আগে, ৭ জুলাই কম্বোডিয়া থেকে ৫৭ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনা হয়।
বাংলা৭১নিউজ/এবি