গ্রিস থেকে অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছে প্রবাসীরা। রোববার (২০ ফেব্রুয়ারি) প্রবাসী অধিকার পরিষদ গ্রিস শাখার উদ্যোগে সংসদ ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় পাকিস্তান কমিউনিটি, গ্রিসের কেরপাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি গ্রিস থেকে ১৯ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়াও অনিয়মিতদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
জানা গেছে, চলতি মাসে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ থেকে ফিরেই গ্রিক মন্ত্রী গণমাধ্যমে বলেছেন, এই চুক্তিটি গ্রিসের পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে শিগগিরই বাস্তবায়ন করা হবে। অবৈধভাবে থাকা অভিবাসীদের ফেরত পাঠানো হবে।
এছাড়াও সম্প্রতি ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। এতে আতঙ্ক বিরাজ করছে অনিয়মিত ও বিভিন্ন ক্যাম্পে আটক থাকা বাংলাদেশিদের মাঝে। এরই প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করেছেন বাংলাদেশিরা। সীমান্তে অভিবাসীদের ওপর নির্যাতন বন্ধ ও গ্রিস থেকে অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানো বন্ধের দাবি জানানো হয়।
বাংলা৭১নিউজ/বিআর