মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত

দেশে জ্বালানি সঙ্কট প্রকট হচ্ছে : বিএনপি

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৭ বার পড়া হয়েছে

সরকার জ্বালানি খাতকে লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ জন্যই দেশে জ্বালানি সঙ্কট প্রকট হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে জ্বালানিবিষয়ক এক সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

বিএনপির উদ্যোগে ‘দুর্নীতি জ্বালানি সংকটের উৎস’ শীর্ষক সেমিনার হয়।

এতে মূল প্রবন্ধ পাঠ করেন দলের স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন। প্রবন্ধে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে অর্থনীতিতে এর বিরূপ প্রভাব, সাধারণ মানুষের দুর্ভোগ, ক্ষমতাসীনদের ব্যবসায়িক লুণ্ঠনের চিত্র তুলে ধরা হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের কোনো খাত এখন আর বাকি নেই। করোনাকালে মানুষ স্বাস্থ্যখাতের দুর্নীতি দেখেছে। কয়েকদিন আগে উত্তরায় গার্ডার পড়ে গিয়ে পাঁচ জনের জীবন গেল। সেতু ও সড়ক খাতে দুর্ঘটনায় সারাদেশে প্রতিদিন কয়েক শ মানুষ মারা যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ একটি বর্গীদের সরকার। আমি ছোট বেলা গান শুনতাম, মা ঘুম পাড়াতেন ভয় দেখিয়ে যে, ছেলে ঘুমালো, পাড়া ঘুমালো বর্গী এলো দেশে। আজকে এরা (ক্ষমতাসীন দল) সেই বর্গীর ভূমিকা পালন করছে। ’

সরকার দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘কোথাও কথা বলতে পারবেন না, কোথাও লিখতে পারবেন, কোথাও যেতে পারবেন না। এমনকি প্রধানমন্ত্রী ধমক দিয়েই বলেছেন যে, কী আহ্লাদ নির্বাচন করবেন। ভাবখানা এরকম যে, আপনারা আবার নির্বাচন করার কে। ’

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি মুখপাত্র বলেন, তিনি বলছেন, আবার সেই ষড়যন্ত্র হচ্ছে। তাহলে আওয়ামী লীগ ১৫/১৬ বছর ধরে কী দেশ চালাল। সরকার বলে, সন্ত্রাসীদের তারা উধাও করে দিয়েছে। তাহলে কেন চিন্তা হচ্ছে। ?

কারাগারে এক আসামির মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করে মির্জা ফখরল বলেন, ‘শেখ সুমন তাকে থানায় নিয়ে বলা হয়েছে যে, সে আত্মাহত্যা করেছে। কিন্তু আসলে তাকে অত্যাচার-নির্যাতন করেই মেরে ফেলা হয়েছে। জনগণ আজকে নিজেরাই রাস্তা দখল করেছে, গেইট ঘেরাও করেছে, থানা ঘেরাও করেছে। আজকে চা শ্রমিকরা নূন্যতম দাবি নিয়ে রাস্তায় নেমেছে। ’

মূল প্রবন্ধে বর্তমানে সৃষ্ট সংকট উত্তরণে জ্বালানি তেল আমদানিতে বর্তমান শুল্ক, কর বাবদ ব্যয়কৃত ৩৪% অনতিবিলম্বে মওকুফ, জ্বালানি তেলের মূল্য ৫ আগস্টের পূর্বাস্থায় পুনঃনির্ধারণ, রেশন কার্ডের বিপরীতে খাদ্য সরবারহ, ওএমএসের আওতায় নিত্য দ্রব্যের আইটেম বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা প্রদান, নতুন গ্যাস ফিল্ড আবিস্কার, নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন পলিসি গ্রহণ, বিপিসিতে জবাবদিহিতা নিশ্চিতকরণসহ স্বল্প, মধ্য মেয়াদী ১৬ দফা করণীয় তুলে ধরা হয়।

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সঞ্চালনায় সেমিনারে পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞ এম জাকির হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।  

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com