বাংলা৭১নিউজ, মাদারীপুর: দেশে জঙ্গি হামলায় দেশী ও আর্ন্তজাতিক শক্তি জড়িত। শুধু আমাদের দেশে নয়। সারাবিশ্বে জঙ্গি হামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।
শনিবার দুপুরে মাদারীপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় নৌমন্ত্রী বলেন, যারা ধর্মের নামে ঈদের দিনেও মানুষ হত্যা করে চলেছে, এগুলো সম্পূর্ণ বে-ধর্মী ও ইসলাম বিরোধী কাজ। মানুষকে সচেতন করে ঐক্যবদ্ধভাবে জঙ্গিদের মোকাবেলা করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর মডেল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়াউল মোর্শেদ প্রমুখ।
বাংলা৭১নিউজ/এস