করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ছয়জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১০ জন।
রোববার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১২১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৩৩টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৬৭৯ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১১৯ লাখ ৯৭ হাজার ১৭১ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/এবি