বুধবার, ০১ মে ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যশোরে মরুর উত্তাপ, দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড ‘প্রবাসীদের সমস্যা আমার জানা, সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে’ দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত ২০ মে থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৩৯ হাজার বই দিলো বিকাশ ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত বৃক্ষরোপণে ন্যাশনাল গাইডলাইন্স প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর বৃষ্টিতে সিলেটে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০ সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হোক মে দিবসের অঙ্গীকার দাবদাহে দ্বিগুণ সেচ খরচে দিশেহারা চাষিরা রেলওয়ের উন্নয়নে সহযোগিতা করতে চায় রাশিয়া ১৫ শতাংশ শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে ৩৬ বছরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে দুজনের মৃত্যু বন্যা আতঙ্কে দ্রুত ধান কাটছেন হাওরের কৃষকরা ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে ঢাকায় সড়ক নির্মাণ ভরিতে আরও ৪২০ টাকা কমলো সোনার দাম পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

‘দেশের ২০ শতাংশ লোক অপুষ্টির শিকার’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: দেশের ১৫ থেকে ২০ শতাংশ লোক অপুষ্টির শিকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। আর এ অপুষ্টি দূর করতে সরকার মায়েদের ভাতা দেয়াসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তিনি।

শনিবার সকালে শেরেবাংলা নগরের শিশু হসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

শিশুদের অপুষ্টি থেকে রক্ষা করার জন্য মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘মায়েদের সন্তানকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো ও প্রয়োজনীয় টিকা দেয়ার পাশাপাশি সন্তানদের বুকের দুধ ও স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে। সরকার মায়েদের জন্য ভাতা দিচ্ছে। কারণ মা সু্স্থ থাকলে শিশু সুস্থ থাকবে। সরকার শিশু মৃত্যুহার কমিয়েছে। আগে রাতকানা রোগ ছিল তিন শতাংশ, এখন নেই বললেই চলে। তবে এখনো আমাদের ১৫ থেকে ২০ শতাংশ লোক অপুষ্টির শিকার।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি মায়েরই উচিত সন্তাকে বুকের দুধ খাওয়ানো। কারণ মায়ের দুধে প্রচুর ভিটামিন থাকে। শিশুর বেড়ে ওঠায় এটা সহায়তা করে। বুকের দুধের সঙ্গে সঙ্গে শিশুদের সুষম খাবারও দিতে হবে। তাহলে তারা অপুষ্টি থেকে রক্ষা পাবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক। এসময় জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন বক্তব্য দেন।

প্রসঙ্গত, সারাদেশে দুই কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ছাড়াও বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়েছে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com