বাংলা৭১নিউজ, লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দেবেন। আমরা আপনাদের শান্তি দেবো। দেশে সুশাসন প্রতিষ্ঠা করবো। দেশের সম্পদ লুটপাট বন্ধ করা হবে।লাঙ্গলে ভোট দিলে দেশে গুম, খুন, ধর্ষণ থাকবে না।’
সোমবার বিকালে লালমনিরহাটে কুমড়িরহাট এসসি স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘আমাদের মফিজ বলা হয়। আমরা আর মফিজ থাকবো না। দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা জেগে উঠেছি। জাতীয় পার্টির প্রতি দেশের মানুষের ভালোবাসা প্রমাণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠন করবে।
এজন্য লালমনিরহাট-১ আসনে মেজর (অব.) খালেদ আক্তার, লালমনিরহাট-২ আসনে রোকন উদ্দিন বাবুল ও লালমনিরহাট-৩ আসনে আমার ছোট ভাই সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরকে মনোনয়ন প্রদান করা হয়েছে। আপনারা আগামী নির্বাচনে তাদের লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’
এরশাদ সরকারের সমালোচনা করে বলেন, ‘ বর্তমানে ব্যাংকে টাকা নেই। সরকার সব লুট করেছে। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ছেলেরা রাস্তায় মেয়েদের আটকিয়ে ধর্ষণ করে। মামলা নেয় না পুলিশ। এজন্য ১৪ বছরের কিশোরীদের বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা।’
আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, এলজিইডি ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা এমপি।
আরও বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও লালমনিরহাট-২ আসনের জাতীয় পার্টির এমপি মনোনিত প্রার্থী রোকন উদ্দিন বাবুলসহ অনেকেই।
বাংলা৭১নিউজ/বিকে